যুক্তরাষ্ট্রের দাবানল নিয়ে যা বললেন পোপ
যুক্তরাষ্ট্রের ক্যালফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের চলমান দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। এসময় তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় আক্রান্ত সম্প্রদায়ের প্রতি তার আধ্যাত্মিক নৈকট্যের আশ্বাস দিয়েছেন।
আজ শনিবার (১১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের আর্চবিশপের কার্ডিনাল প্যারোলিন (রাষ্ট্র সচিব) পোপের পক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এ সমবেদনা জানান। সিএনএনের খবর।
বিবৃতিতে বলা হয়, যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পোপ। প্রয়াতদের আত্মা সর্বশক্তিমান ঈশ্বরের প্রেমময় করুণার কাছে সমর্পিত হয়।
এছাড়া সংকটকালীন সময়ে জরুরি পরিষেবাগুলো প্রদানের আহ্বান জানান পোপ। একই সঙ্গে সকলকে শক্তি ও ধৈর্য প্রদানের জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।
এর আগে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লস অ্যাঞ্জলেস শহরের ইটন এলাকা থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। এঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দাবানলে ইতোমধ্যে সেখানকার প্রায় ৩৪ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়েছে। প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, আরও ২ লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে।