কিশোরগঞ্জে সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত
কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে চাচা-ভাতিজার দ্বন্দ্বে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান শামু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
মীর কামরুল হাসান শামু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সভাপতির নির্দেশক্রমে অনিবার্য কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে বানাইলে বিএনপির এক পক্ষের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটনের সমর্থনে সমাবেশে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সভাপতি ও গিয়াসউদ্দিনের চাচা আবুল হাসান রতন সভাপতি প্রত্যাশী অপর বিএনপিনেতা বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান মোস্তফার সমর্থক। এটিসহ অনেক কারণে দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছিল।
এ ঘটনার জের ধরে গতকাল রাতে সারোয়ার হোসেন লিটনের সমর্থনে সমাবেশ করা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডার হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্যরাও জড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে আজ সকালে উভয় পক্ষের কর্মী-সমর্থকরা প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের ময়মনসিংহ ও জেলা সদরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।