আল-নাসেরের মালিকানা পেতে যাচ্ছেন রোনালদো!
ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। নামটি যখন রোনালদো, শেষের আগে শেষ মানতে নারাজ তিনি। সৌদি আরবের ক্লাব আল-নাসেরে নিজেকে আরও ছড়িয়েছেন পর্তুগিজ যুবরাজ। এতটাই যে, আল-নাসেরের মালিকানায় ভাগ বসাতে চলেছেন সিআরসেভেন।
রোনালদোর সঙ্গে আরও এক মৌসুমের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে আল-নাসের। তাতে অর্থের অঙ্কটা আকর্ষণীয়, সঙ্গে সম্ভাবনা তৈরি হয়েছে ক্লাবের মালিক হওয়ার। গোল ডটকমে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আল-নাসেরের মালিকানার পাঁচ শতাংশ পেতে যাচ্ছেন রোনালদো।
মালিকানার বাইরেও এক মৌসুমে ১৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার ২৯৫ কোটি টাকা) পাবেন রোনালদো। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় প্রায় ২৬ লাখ, মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা ও সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা আয় করবেন সিআরসেভেন।
আল-নাসেরের পক্ষ থেকে এসব চুক্তির ব্যাপারে জানানো হয়েছে, ক্লাবের প্রতি রোনালদোর নিবেদন চমৎকার। তিনি ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। নতুন চুক্তির সময় তিনি কিছু বিষয়ে ক্লাবকে বলেছেন, সেসব বিবেচনায় রাখা হয়েছে। আল-নাসেরের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে যুক্ত হয়ে তিনি ফুটবলকে ছড়িয়ে দেবেন।