ব্যালন ডি’অর নিয়ে রোনালদোর প্রশ্ন তোলা উচিত হয়নি : রদ্রি
ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি বলেছেন, ২০২৪ ব্যালন ডি’অর বিজয়ীর নির্বাচন নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কেন প্রশ্ন তুলেছেন সেটি তার বোধগম্য নয়। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো সম্প্রতি জানান, রদ্রি নয় বরং এবারের পুরস্কারটা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের প্রাপ্য ছিল। কারণ রিয়াল ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং ফাইনালে গোল করেছে।
রোনালদোর এই মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে রদ্রি বলেন, ‘এটা সত্যিই আমাকে বিস্মিত করেছে। অন্য যে কারোর তুলনায় রোনালদো ভালোভাবেই জানেন কীভাবে এই পুরস্কারের প্রক্রিয়া পরিচালিত হয়, কীভাবে বিজয়ী বাছাই করা হয়। এই বছর সাংবাদিকরা আমাকে বিজয়ী হিসেবে বিবেচনা করেছে। সম্ভবত আমাকে ভোট দেওয়া কিছু সাংবাদিকই রোনালদোকে ভোট দিয়ে বিজয়ী করেছিল। সেই সময় তো তিনি সব মেনে নিয়েছিলেন।’
ভিনিসিয়াসকে বাদ দিয়ে রদ্রিকে বিজয়ী ঘোষণা করায় গত বছর অক্টোবরে প্যারিসে আয়োজিত অনুষ্ঠানটি বর্জন করেছিল পুরো রিয়াল মাদ্রিদ ক্লাব। ব্রাজিলিয়ান এই তারকা অবশ্য পরবর্তীতে বছর শেষে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। গত ৩০ ডিসেম্বর গ্লোব সকারের সেরা পুরুষ ফুটবলারের পুরস্কারও পান ভিনিসিয়াস।