গ্লোব সকার অ্যাওয়ার্ড, কে জিতল কোন পুরস্কার
ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরও একটা বছর। বছরের শেষভাগে আয়োজন করা হয় দুবাই স্পোর্টস কাউন্সিল আয়োজিত গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৪। ফিফা ব্যালন ডি’অর, দ্য বেস্টের মতো এখানেও আধিপত্য ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পুরস্কার জিতেছেন নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানোর রোনালদোর মতো বিশ্বসেরারাও।
ফিফা ব্যালন ডি’অরে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের পুরস্কার না জেতাটা সবাইকে বেশ অবাক করেছিল। তবে, ঠিকই ফিফা দ্য বেস্টের পুরস্কার নিজের করে নেন এই তারকা। আর এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা ফুটবলারের খেতাব পেলেন তিনি। ২০২৪ সালটা দারুণ কেটেছে ভিনির। একই সাথে সেরা ফরোয়ার্ডের পুরস্কারও উঠেছে তার হাতেই।
বর্ষসেরা মিডল্ডিারের পুরস্কার জিতেছেন রিয়াল তারকা জুড বেলিংহাম। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সা তারকা আইতানা বোনমাতি। মধ্যপ্রাচ্যের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইমার্জিং প্লেয়ারের পুরস্কার পেয়েছেন বার্সা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। এছাড়াও প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নেইমার, থিবো কর্তোয়া ও রিও ফার্দিনান্দ।
অনুমেয়ভাবে বছরের সেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রিয়ালের ফ্লোরেন্তিনো পেরেজ। ফিফার বর্ষসেরা কোচের খেতাব জেতা রিয়ালের কার্লো আনচেলত্তি জিতেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা কোচের পুরস্কারও। সেরা এজেন্টের পুরস্কার পেয়েছেন জর্জ মেন্ডিস। ছেলেদের বর্ষসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ আর মেয়েদের এফসি বার্সেলোনা।