ট্রাম্প-বিল গেটসের ‘আকর্ষণীয়’ নৈশভোজে আলোচিত বিষয়গুলো
দুইদিন পরেই অভিষেক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরই মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় কাটানোর বিষয় সামনে আনলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস। বললেন, প্রায় দুই সপ্তাহ আগে তার (ট্রাম্প) সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টার ‘আকর্ষণীয়’ ডিনার করার সুযোগ পেয়েছিলেন তিনি।
শুক্রবার (১৭ জানুয়ারি) দ্য ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিল গেটস। এসময় তিনি বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষা ও উদ্ভাবন নিয়ে ট্রাম্পের আগ্রহ প্রকাশের জন্য তার প্রশংসাও করেন।
বিল গেটস জানান, নৈশভোজের মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক স্বাস্থ্য ও উদ্ভাবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসমস্যার সমাধান।
ট্রাম্প-বিল গেটসের বৈঠকে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলো-
বৈশ্বিক স্বাস্থ্য ও উদ্ভাবন
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও গেটসের নৈশভোজে আলোচিত অন্যতম প্রধান বিষয় ছিল এইচআইভির বিরুদ্ধে লড়াই করার প্রসঙ্গ।
বিল গেটস জানান, তার প্রতিষ্ঠান ইতোমধ্যে এই রোগের চিকিৎসা পদ্ধতি খুঁজে বের করার জন্য কাজ করছে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘আমি এইচআইভি নিয়ে অনেক কথা বলেছি এবং আমার প্রতিষ্ঠান সত্যিই এর একটি চিকিৎসা খুঁজে বের করার জন্য কাজ করছে।’
গেটস কোভিড-১৯ মহামারির সময় টিকা উদ্ভাবনে ট্রাম্পের সফল্যের প্রসঙ্গটি তুলে ধরে বলেন, ‘কোভিডের সময়ে ট্রাম্প টিকা উদ্ভাবনে জোর দিয়েছিলে। তাই আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে, একই ধরনের কিছু এইচআইভির ক্ষেত্রে করা যেতে পারে কিনা। আমাদের দুজনেরই মনে হয়েছে, আমরা এ বিষয়ে বেশ আগ্রহী।’
পোলিও নির্মূলে প্রতিশ্রুতি
নৈশভোজের অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল পোলিও নির্মূলে ট্রাম্প প্রশাসনের সহযোগিতার আশ্বাস।
গেটস বলেন, ‘আমরা পোলিও নিয়ে কথা বলেছি। আমার প্রতিষ্ঠান পোলিও নির্মূলে প্রায় লক্ষ্য অর্জন করতে চলছে। কিন্তু এখন যদি থেমে যাই, তাহলে এটি আবার ছড়িয়ে পড়বে।’
গেটস আরও বলেন, ‘এই বিষয়ে ট্রাম্পের আগ্রহ এবং অংশগ্রহণের ইচ্ছা আমাকে মুগ্ধ করেছে। ট্রাম্প জানতে চেয়েছিলেন, আগামী চার বছরের মধ্যে কিভাবে এই অসাধারণ মাইলফলক অর্জনের সম্ভাবনা আরও বাড়িয়ে তোলা যায়।’
ট্রাম্পের আগ্রহের প্রশংসা করে গেটস বলেন, ‘আমি সত্যি বলতে মুগ্ধ হয়েছিলাম। বৈঠকে যে বিষয়গুলো উত্থাপন করেছিলাম সেগুলোর প্রতি তিনি খুব মনোযোগী ছিলেন।’
বিল গেটস তার গেটস ফাউন্ডেশন (বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন) মাধ্যমে বিশ্বের স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছেন। বিশ্বের অন্যতম বৃহত্তম এই দাতা প্রতিষ্ঠানটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা (যেমন- এইচআইভি, ম্যালেরিয়া, পোলিও এবং টিকা) সমাধানে বিপুল অর্থ বিনিয়োগ করে আসছে। এছাড়া প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যান্য উন্নয়নশীল অঞ্চলে শিক্ষা এবং সামাজিক সমতা উন্নত করতে কাজ করছে।
২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের আগেই আলোচিত উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অবস্থিত ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন এসব বিশিষ্টজনরা। এই তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গ, সুন্দর পিচাই, টিম কুকসহ অনেকে।