রংপুরের সাফল্যের রহস্য জানালেন সোহান
অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রংপুর রাইডার্স। বিপিএলে বাকি সব দল হারের তিক্ততা পেলেও একমাত্র অপরাজিত দল রংপুর। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে প্রতিটি জয় তুলে নিয়েছে দলটি। ভিনদেশে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা রংপুর জিতেছিল নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে চলমান বিপিএলেও। পয়েন্ট টেবিলে সবার ধরাছোঁয়ার বাইরে দলটি। যেখানে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন সোহান।
অধিনায়কের কাজকে সহজ করার জন্য দল হিসেবে খেলার ওপর জোর দিয়েছেন সোহান। সংবাদ সংস্থাকে বাসসকে দেওয়া সাক্ষাৎকারে সোহান জানান, দল ও তার সাফল্যের রহস্য। তার কাছে দল হিসেবে খেলাটাই মুখ্য। মাঠে দলকে দারুণভাবে নেতৃত্ব দেওয়ায় ইতোমধ্যে সবার প্রশংসা কুড়িয়েছেন সোহান।
সোহান বলেন, ‘আমি আসলে ভাগ্যবান। এমন একটি দলকে নেতৃত্ব দিচ্ছি যারা দল হিসেবে গড়ে উঠেছে। কতজন তারকা খেলোয়াড় আছে, সেটি বড় নয়। দল হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ। এটিই সাফল্যের মূলমন্ত্র। ব্যক্তিগত পারফর্ম্যান্সের চেয়ে একসাথে খেলাকে আমি বেশি গুরুত্ব দেই। আমরা যদি এভাবে একতাবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে অনেক দিক থেকেই উপকৃত হব।’
নেতৃত্ব উপভোগ করছেন জানিয়ে এর আগে সোহান বলেছিলেন, ‘আমি সবসময় অধিনায়কত্ব উপভোগ করি। টুর্নামেন্টে আরও অনেক দূর যেতে হবে। এটি দীর্ঘ প্রক্রিয়া। প্রতিযোগিতামূলক ও টানটান উত্তেজনায় ভরা ম্যাচ যত বেশি হবে দর্শক তত বেশি বিনোদন পাবে।’