মাহমুদা হত্যা : চারজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদ করছে।
আজ সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার এ তথ্য জানান।
সিএমপি কমিশনার বলেন, ‘চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের আটক বলা যাবে না।
চারজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে সামান্যতম সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলেও পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইকবাল বাহার।
গতকাল রোববার সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রামের ব্যস্ততম এলাকা জিইসি মোড়ে ছুরিকাঘাতের পর গুলি করে হত্যা করা হয় চৌকস পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। এ সময় পাশেই ছিল তাঁদের ছেলে মাহির। তাকে স্কুলবাসে তুলে দিতেই বাসা থেকে বের হয়েছিলেন মাহমুদা।
এ ঘটনায় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বাদী হয়ে তিন মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি গতকাল গভীর রাতে নগরীর বাদুড়তলা এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় বলে দাবি করেছেন ইকবাল বাহার।