বাবুল আক্তারকে ‘নিয়ে গেছে’ পুলিশ
রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় শশুরবাড়ি থেকে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে পুলিশ নিয়ে গেছে বলে দাবি করেছেন শ্বশুর মোশাররফ হোসেন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে পুলিশ বাবুল আক্তারকে নিয়ে যায়।
মোশাররফ হোসেন বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মইনুল হোসেনকে সঙ্গে নিয়ে মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন গতকাল দিবাগত রাত ১টা ৫ মিনিটে তাঁদের বাসায় যান। এরপর তাঁরা বাবুল আক্তারকে সঙ্গে নিয়ে যান। তাঁরা বলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাবুলের সঙ্গে কথা বলতে চান।
মোশাররফ হোসেন আরো বলেন, ‘আমরা মোবাইল ফোনে বারবার বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। এমনকি ওসিও ফোন ধরেননি।’
এ বিষয়ে জানতে খিলগাঁও থানার ওসি কিংবা মতিঝিলের ডিসির সঙ্গে যোগাযোগ করে ইউএনবি। তবে কল রিসিভ হয়নি।
গত ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের কোপে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ব্যাপারে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়। এ মামলার বাদী বাবুল আক্তার।
চট্টগ্রাম মহানগর পুলিশে দায়িত্বে ছিলেন বাবুল আক্তার। সম্প্রতি এসপি পদে পদোন্নতি পেয়ে তিনি ঢাকায় পুলিশ সদরদপ্তরে আসেন। ঢাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।