সতর্ক তবে উদ্বিগ্ন নই, বললেন আইনমন্ত্রী
মন্ত্রীদের কাছে পুলিশের পাঠানো সতর্কবার্তার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা সতর্ক। তবে উদ্বিগ্ন নই।’
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
পুলিশের পক্ষ থেকে পাঠানো খুদে বার্তার পর সতর্ক হয়েছেন কি না এবং বিষয়টি কীভাবে নিয়েছেন তা জানতে চান সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। পুলিশের কাছে হয়তো কোনো আগাম তথ্য আছে। সেই তথ্যের ভিত্তিতে তারা আমাদের জানিয়েছে আমরা যেন সাবধানে থাকি।’
এর আগে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নেপালের আইন কমিশনের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইনমন্ত্রী।
নেপালের প্রতিনিধিদলটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করেছে বলে জানান আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, আমাদের দেশে এখন খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত রয়েছে। খাদ্যঘাটতি কাটিয়ে দেশে এখন খাদ্য উদ্বৃত্ত আছে। ফলে এখন নিরাপদ খাদ্যের বিষয়টি সামনে এসেছে। জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে একটি আইনও করা হয়েছে বলে জানান তিনি। এসব বিষয় নিয়েই নেপালের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।