চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকেই পেল গার্দিওলার ম্যানসিটি
বার্সেলোনার কোচ হিসেবেই দুবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন পেপ গার্দিওলা। খেলোয়াড় হিসেবেও ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই কাটিয়েছিলেন বার্সেলোনায়। কিন্তু এবার নিজের প্রিয় ক্লাবের প্রতিপক্ষ হিসেবেই হাজির হয়ে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই বার্সেলোনার মুখোমুখি হতে হবে গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা আর ম্যানচেস্টার সিটিই পড়েছে সবচেয়ে কঠিন গ্রুপে। ‘সি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ জার্মানির অন্যতম সেরা ক্লাব বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ ও স্কটল্যান্ডের শিরোপাজয়ী সেল্টিক। গ্রুপ পর্বের বাধা পেরোনোর জন্য হাড্ডাহাড্ডি লড়াইই করতে হবে এই চার ক্লাবকে।
গ্রুপ পর্বে গতবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, পর্তুগালের স্পোর্টিং লিসবন ও পোল্যান্ডের লেজিয়া ওয়ারশ। গত মৌসুমের সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের কাছে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগটা এবার শুরুতেই পেয়ে যাচ্ছে জার্মানির শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ। ‘ডি’ গ্রুপে বায়ার্ন ও আতলেতিকোর অপর দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোফেন ও রাশিয়ার রোস্তভ।
‘এ’ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার জন্য লড়তে হবে ফ্রান্সের শিরোপাজয়ী প্যারিস সেইন্ট জার্মেইন, ইংল্যান্ডের আর্সেনাল, সুইজারল্যান্ডের বাসেল ও বুলগেরিয়ার লুদোগোরেৎসকে। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে পর্তুগালের শিরোপাজয়ী বেনফিকা ও ইতালির নাপোলি। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইউক্রেনের ডায়নামো কিয়েভ ও তুরস্কের বেসিকতাস।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী লিস্টার সিটি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে অংশ নিয়ে গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালের পোর্তো, বেলজিয়ামের ক্লাব ব্রুগে ও ডেনমার্কের এফসি কোপেনহেগেনকে। ‘সি’ গ্রুপের মতো হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে ‘এইচ’ গ্রুপেও। এখানে ইতালির শিরোপাজয়ী জুভেন্টাসের প্রতিপক্ষ স্পেনের সেভিয়া, ফ্রান্সের লিঁও ও ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ
গ্রুপ ‘এ’ : প্যারিস সেইন্ট জার্মেইন, আর্সেনাল, বাসেল, লুদোগোরেৎস
গ্রুপ ‘বি’ : বেনফিজা, নাপোলি, ডায়নামো কিয়েভ, বেসিকতাস
গ্রুপ ‘সি’ : বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ, সেল্টিক
গ্রুপ ‘ডি’ : বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোফেন, রোস্তভ
গ্রুপ ‘ই’ : সিএসকেএ মস্কো, বায়ার লেভারকুসেন, টটেনহাম, মোনাকো
গ্রুপ ‘এফ’ : রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, স্পোর্টিং লিসবন, লেজিয়া ওয়ারশ
গ্রুপ ‘জি’ : লিস্টার সিটি, পোর্তো, ক্লাব ব্রুগে, এফসি কোপেনহেগেন
গ্রুপ ‘এইচ’ : জুভেন্টাস, সেভিয়া, লিঁও, ডায়নামো জাগরেব