স্মার্টকার্ড সম্পর্কে জানতে ফোন করুন ১০৫ নম্বরে
এখন থেকে একটি মাত্র নম্বরে ডায়াল করেই উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড নিয়ে যেকোনো তথ্য জানা যাবে। আর এজন্য ফোন করতে হবে ১০৫ নম্বরে।
আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
নাগরিকদের সুবিধার জন্য এই কল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মো. সালেহ উদ্দিন বলেন, এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে একটি শর্ট কোড নেওয়া হয়েছে। যার নম্বর ১০৫। এই নম্বরে ফোন করলেই এনআইডি সংক্রান্ত যেকোনো তথ্য জানা যাবে।
যেকোনো মোবাইল ফোন অপারেটর থেকে ১০৫ নম্বরে ফোন করা যাবে। ফোন দিলেই সেবা গ্রহিতাকে চাহিদা অনুযায়ী মোবাইলের কিপ্যাডের নির্দিষ্ট বোতাম চাপার অনুরোধ জানানো হবে। সেবাগ্রহিতা এনআইডি নম্বরসহ অন্যান্য তথ্য দিয়ে তার স্মার্ট কার্ডটি কবে কোথায় দেওয়া হবে সে তথ্যও জানতে পারবেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক বলেন, সংশোধন একটি চলমান প্রক্রিয়া। এ ক্ষেত্রে নির্বাচন ছাড়া অন্য যেকোনো সময় কেউ সংশোধনের আবেদন করলে তা গ্রহণ করা হবে। স্থানীয় পর্যায়ে কেউ সংশোধন বা স্থানান্তরের আবেদন করলে তা গ্রহণ না করার কোনো এখতিয়ার উপজেলা কর্মকর্তার নেই। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।