সৈকতের ওয়ানডে অভিষেক
চলতি বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের। সে ম্যাচে খুব একটা সাফল্য পাননি তিনি। ১৯ বল খেলে মাত্র ১৫ রান করেছিলেন এই তরুণ অলরাউন্ডার। এরপর জাতীয় দলে আর খেলার সুযোগ হয়নি তাঁর।
পরে ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে আবার নির্বাচকদের দৃষ্টি কাড়েন সৈকত। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ একটি ইনিংস খেলে সুযোগ করে নেন চলমান সিরিজের ওয়ানডে দলে। তবে প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি তাঁর।
বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডের একাদশে ঠিকই জায়গা করে নেন এই তরুণ ব্যাটসম্যান। অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েসের জায়গায় দলে সুযোগ দেওয়া হয় তাঁকে।
ইমরুল প্রথম ম্যাচে ৩৭ রানের একটি ইনিংস খেললেও কোচ চন্ডিকা হাথুরুসিংয়ের আস্থায় থাকতে পারেননি। শোনা যায় শেষ মুহূর্তে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয় আগের ম্যাচে বাজে ফিল্ডিং করেছিলেন বলে। প্রথম ম্যাচের দ্বিতীয় ওভারে পেসার তাসকিন আহমেদের বলে একটি ক্যাচ ফেলে দিয়েছিলেন তিনি।
অবশ্য শুধু ইমরুলের ব্যর্থতায় যে সৈকত দলে সুযোগ পেয়েছেন তা কিন্তু নয়। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বলে আগেই টিম ম্যানেজমেন্টের আস্থা কুঁড়িয়েছেন সৈকত। তাই তাঁর অভিষেক শুধু সময়ের ব্যাপার ছিল মাত্র।
সৈকত আবাহনীর হয়ে এই মৌসুমে ৭৭.৭৫ গড়ে ৬২২ রান করেছিলেন। তা ছাড়া বল হাতে নিয়েছিলেন ১৫ উইকেট। এবার জাতীয় দলের হয়ে কেমন করেন সেটাই এখন দেখার বিষয়।