একাদশে সৈকত
সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাস অনেকখানি বেড়েছে টাইগারদের। তাই ভাবা হচ্ছিল, বিজয়ী একাদশ ভাঙার সম্ভাবনা খুবই কম। তবে শেষ পর্যন্ত একাদশে পরিবর্তন এসেছে। অভিষেক হতে যাচ্ছে ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের। বাদ পড়ছেন ইমরুল কায়েস। নির্বাচকদের সূত্রে এ তথ্য জানা গেছে।
দারুণ একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, জয়ের সেঞ্চুরির। আর একটি ম্যাচ জিতলেই শততম ওয়ানডে জেতা হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের। এমন ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান বলেই হয়তো জয়ের সম্ভাবনা প্রবল বলে ধরে নিয়েছেন অনেকেই।
আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। বেলা আড়াইটায় শুরু হবে এই ম্যাচ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত।
দুঃখপ্রকাশ : এই প্রতিবেদনটিতে প্রথমবার জানানো হয়েছিল, একাদশ থেকে সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচকদের একজন বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছিলেন। পরে ওই নির্বাচক জানান, শেষ মুহূর্তে কোচ হাথুরুসিংহে সৌম্যকে দলে রেখে ইমরুল কায়েসকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেন। এমন পরিস্থিতির কারণে আমরা দুই মিনিট ভুল সংবাদ প্রচার করেছি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।