বিএফ শাহীন কলেজের বর্ধিত ফি আদায়ে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত
চট্টগ্রামের বিএফ শাহীন কলেজে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ফি নেওয়ার নিষেধাজ্ঞা আরোপ করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে আগামী ৩০ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে শাহীন কলেজের করা আবেদনের শুনানি শেষে আজ রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত এ আদেশ দেন।
শাহীন কলেজের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী সমীর মজুমদার।
এর আগে গত ০৬ সেপ্টেম্বর কয়েকজন অভিভাবকের বর্ধিত ফি বিষয়ে রিটের ওপর শুনানি শেষে আদালত ছয় মাসের নিষেধাজ্ঞা ও রুল জারি করেন। রুলে অতিরিক্ত ফি আদায় বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না,অতিরিক্ত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অতিরিক্ত হারে আদায়কৃত অর্থ কেন ফেরতের নির্দেশ দেওয়া হবে না,তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব,প্রাথমিক ও গণশিক্ষা সচিব শাহীন কলেজের অধ্যক্ষ,শাহীন কলেজ পরিচালনা পরিষদের সভাপতিসহ ১৩ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী সমীর মজুমদার সাংবাদিককদের বলেন,২০১৬ সালের ৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে বলা হয়েছে,বেতন বাড়াতে হলে অভিভাবকদের সাথে আলোচনা করে তাদের সক্ষমতা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ বাড়ানো যাবে। কিন্তু শাহীন কলেজ কর্তৃপক্ষ তা পালন করেনি। বরং বিভিন্ন শ্রেণিতে (বাংলা ভার্সন) টিউশন ফি ৯৮০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫৮০ টাকা করে আদায় করা হচ্ছে। বৃদ্ধির হার ৬১ শতাংশ।