‘দলে মাহমুদউল্লাহর সম্মান অন্য জায়গায়’
গত বিশ্বকাপের কথা নিশ্চই ভুলে যাননি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সেই আসরে টানা দুই ম্যাচে মাহমুদউল্লাহর শতক এখনো সবার হৃদয় জুড়ে আছে। বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দারুণ একটি ইনিংস খেলেছেন। তাঁর ৭৫ রানের সেই ইনিংসের ওপর ভর করে প্রতিপক্ষের সামনে একটি সম্মানজনক ইনিংস ছুড়ে দিতে সক্ষম হয় স্বাগতিকরা।
গত ম্যাচে মাহমুদউল্লাহর সেই অসাধারণ ইনিংসের কথা এখনো ভুলে যাননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তা ছাড়া একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে দলে তাঁর অন্যরকম সম্মান বলেও জানান তিনি।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর প্রশংসা করে মাশরাফি বলেন, ‘মাহমুদউল্লাহ এমন একজন ব্যাটসম্যান, তাঁর যতই প্রশংসা করি কম বলা হবে। এই পারফরম্যান্সের কারণে দলে তাঁর সম্মানটাও অন্য জায়গায় থাকে সব সময়। সে যতক্ষণ পিচে থাকে, আমরা তখন কিছুটা হলেও ভরসা পাই।’
মাহমুদউল্লাহর গত ম্যাচের ইনিংসের প্রসঙ্গ টেনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে সে যে অসাধারণ ইনিংসটি খেলেছিল, তা সত্যিই ছিল অসাধারণ। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের সময় সে যেভাবে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছে, তা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি।’
অবশ্য মাহমুদউল্লাহ ধারাবাহিকভাবেই ভালো পারফর্ম করছেন। শেষ ছয় ইনিংসে তিনটিতেই অর্ধশতক করেছেন তিনি।