শুটিংয়ের সময় থাপ্পড় খেলেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি
বলিউডের চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানশালিকে থাপ্পড় ও তাঁর চুল ধরে টানাটানি করেছে বিক্ষোভকারীরা। আজ শুক্রবার ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে সিনেমার শুটিং চলার সময় এ ঘটনা ঘটে।
রাজপুত করনি সেনা নামের একটি সংগঠনের নেতাকর্মীরা বানশালির ওপর হামলা চালায় বলে জানা গেছে। এমনকি তারা শুটিংয়ের সরঞ্জামও ভাঙচুর করেছে।
বানশালি ‘পদ্মাবতী’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন। এর গল্প রানি পদ্মিনীকে ঘিরে, যিনি সম্রাট আলাউদ্দিন খিলজীর কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। চিত্তরগড় এলাকায় সম্রাট যখন আসেন, দুর্গে হানা দেওয়ার আগে রানি পদ্মিনী অন্য নারীদের নিয়ে আত্মহত্যা করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, চলচ্চিত্রে রানি পদ্মিনী ও আলাউদ্দিন খিলজির মধ্যে প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে, যা আসলে সত্য নয়। এতে অভিনয় করেছেন অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর।
রাজপুত করনি সেনা দাবি করেছে, সিনেমায় এ ধরনের দৃশ্য থাকলে তা বানশালিকে মুছে ফেলতে হবে।
সংগঠনের নেতা নারায়ণ সিং বলেন, ‘ভুল তথ্য উপস্থাপন করার ব্যাপারে আমরা পরিচালককে সতর্ক করেছিলাম। আমরা শুটিংয়ের ব্যাপারে জানতে এখানে জড়ো হই এবং বিক্ষোভ করি।’
পুলিশ জানায়, বানশালি ওই এলাকায় শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন।
‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘ব্ল্যাক’, ‘বাজিরাও মাস্তানি’ প্রভৃতি জনপ্রিয় ছবি নির্মাণের মধ্য দিয়ে ভারতে বেশ জনপ্রিয় সঞ্জয় লীলা বানশালি।