সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছে বিএনপি
নির্বাচন কমিশন (ইসি) গঠনে করা সার্চ বা অনুসন্ধান কমিটির কাছে পাঁচজন গ্রহণযোগ্য ব্যক্তির নাম জমা দিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নাম জমা দেয় বিএনপির একটি প্রতিনিধিদল।
ওই প্রতিনিধিদলে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব (পিএস) এ বি এম আবদুস সাত্তার।
এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানান, সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কার্যালয়ে নামগুলো জমা দেওয়া হয়।
এর আগে রোববার রাতে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে খালেদা জিয়া সভাপতিত্ব করেন। বৈঠকে দলের সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, মির্জা আব্বাসসহ বেশির ভাগ স্থায়ী কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে ওই দিন দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছিলেন, ইসি গঠনে সার্চ কমিটির কাছে বিএনপি নাম দেবে কি না, সে বিষয়ে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচজন করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম চেয়েছে অনুসন্ধান কমিটি।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া ৩১টি রাজনৈতিক দল এই নাম দেওয়ার সুযোগ পাবে। গত শনিবার প্রথম বৈঠকে সার্চ কমিটি এ সিদ্ধান্ত নেয়।