বাড়িতে সাতকড়া খাচ্ছেন খাদিজা
স্কয়ারের চিকিৎসার শেষে সিআরপিতে বেশ কিছু দিন কাটানোর পর খাদিজা আক্তার নার্গিস এখন সিলেট শহরতলির আউশা গ্রামের নিজ বাড়িতে।
খাদিজার ভাই শারনান হক শাহিন জানান, বাড়িতে মায়ের হাতের রান্না করা সাতকড়া আর গরুর মাংস বেশি খাচ্ছেন খাদিজা। অন্য খাবারও খাচ্ছে তিনি। খাবারে কোনো বাধা নেই। তবে বাড়িতে মানুষের প্রচুর ভিড় হচ্ছে। তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
বাড়িতে খাদিজাকে দেখা গেল বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে। পুরোপুরি সুস্থ না হলেও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য পরিবারসহ আশপাশে সবার সঙ্গে বেশ হাসিখুশি খাদিজা। বান্ধবীদের সঙ্গে আড্ডার ফাঁকে দেখা গেল নুডলস খেতে। সব মিলিয়ে এক সপ্তাহের জন্য পরীক্ষামূলক বাড়িতে আসার এ সময়ে খাদিজাকে মায়ের হাতের রান্না আর প্রতিবেশীদের সঙ্গে সময় কাটাতে বেশ ব্যস্ত দেখা গেল। সব কিছু ঠিক থাকলেও খাদিজাকে কথা বলতে দেওয়া হচ্ছে বেশ কম।
খাদিজার বাবা মাশুক মিঞা বলেন, ‘ডাক্তারের নিষেধের কারণেই তাকে কম কথা বলতে হচ্ছে। এক সপ্তাহ হলেই আমরা তাকে আবার ঢাকাতে নিয়ে যাব।’ খাদিজা বাড়িতে ফেরায় তারা সবার কাছেই কৃতজ্ঞ।
অনেক প্রতিবেশী খাদিজাকে দেখতে তাঁর বাড়িতে যাচ্ছেন। বাড়ির উঠানে জটলা পাকিয়ে ঘরে ঢুকছেন। আউশা ছাড়াও আশপাশের গ্রাম থেকে আসছে মানুষরা।
খাদিজার চাচাতো ভাই আট-নয় বছরের শিশু জুবায়ের আহমেদ রাহাত জানাল, খাদিজা বাড়িতে গেলে কেক কেটে তাকে বরণ করে নেয় তারা। খাদিজা এখন তাদের সঙ্গে কথা কম বলছে বলেও জানায় সে।
খাদিজার বাড়িতে দেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা। সব সময় চারজন পুলিশ সদস্য পাহারায় রয়েছেন।
বাড়িতে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মেহেদী হাসান বলেন, ‘একজন উপপরিদর্শকের (এসআই) সঙ্গে আমরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে কাজ করে যাচ্ছি।’