যোগী আদিত্যনাথের সরকারি বাড়িতে যাচ্ছে প্রিয় গরু
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সরকারি বাসভবনে প্রিয় পোষ্য গরুগুলো নিয়ে যাচ্ছেন। জানা গেছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে নতুন করে তৈরি হতে যাচ্ছে একটি গোশালা। এখানে সেই গরুগুলো থাকবে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই যোগী আদিত্যনাথের সঙ্গে গরুর স্নেহের সম্পর্ক রয়েছে। ৪৪ বছরের আদিত্যনাথ অনেক আগে থেকেই গোসেবা করে আসছেন। উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরের গোশালাতে প্রায় ৪৬০টির মতো গরু-বাছুর রয়েছে। যোগী আদিত্যনাথ যখনই এই গোরক্ষনাথ মন্দিরে যান, তখনই তিনি নিজের হাতে গরু-বাছুরগুলোকে গুড়, রুটি ও দুধ খাওয়াতেন। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর সেই রুটিনে যাতে ছেদ না পড়ে, সে জন্যই গরুগুলো নিয়ে যাচ্ছেন।
যোগী আদিত্যনাথ তাঁর পোষা গরুগুলোর প্রত্যেককে বিভিন্ন নামে চেনেন। তাঁর সবচেয়ে প্রিয় গরুটির নাম নন্দিনী। ১২ বছর ধরে নন্দিনী যোগী আদিত্যনাথের সঙ্গে রয়েছে। এ ছাড়া গুজরাটি, সেহওয়াল, দেশি ও গির প্রজাতির সেরা সব গরু রয়েছে যোগী আদিত্যনাথের পছন্দের তালিকায়। প্রতিদিন ভোর ৩টার সময় যোগী আদিত্যনাথ ঘুম থেকে উঠে পড়েন। এরপর ৪টা থেকে ৫টা পর্যন্ত তিনি নিজে যোগাভ্যাস করেন। তারপর তিনি মঠ ও মন্দির চত্বরের পরিচ্ছন্নতা ঘুরে দেখে মাছগুলোকে খাওয়ান। এরপর তিনি গোশালায় যান। সেখানে গিয়ে গরুগুলোকে নিজের হাতে খাওয়ান তিনি। গোশালা থেকে বের হয়ে এতদিন ধরে গোরক্ষপুরের সাংসদ হিসেবে আমজনতার কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করতেন তিনি। তবে এবারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথের নতুন রুটিনের তালিকায় সবার আগে নিজের পছন্দের গরুকে তাঁর আবাসনে নিয়ে আসতে যাচ্ছেন তিনি।