বিচারকের আবেগ থাকে না, পর্যবেক্ষণে হাইকোর্ট
রায়ের পূর্বে পর্যবেক্ষণে জ্যেষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বলেন, অপরাধের বিচারের ক্ষেত্রে ধনী-দরিদ্রের বিচার হয় না। সাধারণ মানুষের আবেগ থাকতে পারে। কিন্তু বিচারকের আবেগ থাকে না। বিচারকরা সবার জন্য সমান।
আজ মঙ্গলবার সিলেটের শিশু রাজন হত্যার রায় দেওয়ার পুর্বে আদালত এসব কথা বলেন।
আদালত বলেন, সম্পূর্ণ রায় না জেনে, না পড়ে মন্তব্য করা ঠিক হবে না।
আদালত আরো বলেন, কিছুদিন আগে রাকিব হত্যা মামলায় একজন আইনজীবী মামলার পক্ষে ছিলেন না, শুনানিতে ছিলেন না, কোনো আবেদনের পক্ষভুক্ত ছিলেন না। তবু রায়ে পর তিনি সংবাদ মাধ্যমের সামনে গিয়ে আদালতের বিষয়ে মন্তব্য করেছেন। এটি অপ্রত্যাশিত।
আদালত বলেন, গরিব মানুষদের মামলার জন্য ভালো আইনজীবী নিয়োগ দেওয়ার সামর্থ্য নেই। চেষ্টা করি মেধা, শ্রম দিয়ে তাদের বিচার করতে।
আদালত বলেন, রায়ের পর একটি পক্ষ বা উভয়পক্ষ অসন্তোষ হতে পারে। কারণ রায় একটি পক্ষ বা উভয়পক্ষের বিরুদ্ধে যেতে পারে। এটি স্বাভাবিক, কিন্তু যারা জ্ঞানী তাদের আইন অনুযায়ী কথা বলা উচিত। অন্যথা আমাদের কষ্ট হয়। কারণ আমরা বিচারকরা বাইরের মন্তব্যের বিষয়ে রিপ্লাই (জবাব) দিতে পারি না। আমি ব্যক্তিগতভাবে আইনজীবী থাকাকালীন গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনারাও গরিব মানুষের মামলা পরিচালনায় চেষ্টা করবেন। বিচার ব্যবস্থায় ধনী-গরিব সবাই সমান।
এরপর শিশু রাজন হত্যা মামলার রায় পড়া শুরু হয়। শুরুতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বলেন, এ মামলার রায় আমার ব্রাদার জাজ মো. জাহাঙ্গীর হোসেন পড়বেন। আমি কোনো প্রয়োজনীয় কিছু থাকলে শুধু যোগ করব। এরপর কনিষ্ঠ বিচারপতি ১১টা ১৫ দিকে রায় পড়া শুরু করেন।