সালমানের ‘টিউবলাইট’ নকল?
বলিউডে সালমান খানের ছবি মানেই বক্সঅফিস হিট! দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই উৎড়াইয়ের মধ্য দিয়ে সালমান নিজের জায়গাটি সেভাবেই পোক্ত করে নিয়েছেন। আর এ কারণেই সালমান খানের ছবি নিয়ে থাকে দর্শকদের বাড়তি আগ্রহ। তাই যখনই সালমানের ছবির পোস্টার, টিজার, ট্রেইলার প্রকাশিত হয়, তখন তা নিয়ে হৈচৈ পড়ে যায়।
কয়েক সপ্তাহ পরই মুক্তি পেতে যাওয়া সালমান খানের নতুন ছবি ‘টিউবলাইট’ নিয়ে এরই মধ্যে দর্শকদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি এই ছবির টিজারও অনলাইনে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর সালমান ভক্তরা প্রশংসা করলেও ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে হলিউডের ‘লিটল বয়’ ছবির সঙ্গে মিল রয়েছে সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ ছবির।
ছবির পরিচালক কবির খান এই অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন। কবির খান ফিল্মফেয়ারকে জানিয়েছেন, ‘টিউবলাইট অফিশিয়ালি ‘লিটল বয়’ অবলম্বনে নির্মিত হয়েছে। আমরা কনসেপ্টটি পছন্দ করেছি এবং লেখকের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারপর গল্পের স্বত্ব কিনে নিয়েছি।’
সালমান খান প্রযোজিত ছবিটিতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান। চলতি বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি।