‘ডিজিটালের যুগে ইলেকশনও হবে ডিজিটাল পদ্ধতিতে’
আগামী নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে করতে নির্বাচন কমিশনের প্রতি আওয়ামী লীগের দাবি জোরালো এবং যৌক্তিক বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করার ক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সবার সঙ্গে আলাপ করবে। সবার সঙ্গে আলোচনা করবে। সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। কিন্তু আমাদের দাবি অত্যন্ত জোরালো এবং যৌক্তিক। আমরা ডিজিটালের যুগে এনালগে ফিরে যেতে চাই না। ডিজিটালের যুগে ইলেকশনও হবে ডিজিটাল পদ্ধতিতে।’
অনুপ্রবেশকারীরা যেন আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন করতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান ওবায়দুল কাদের। পরে বিভিন্ন জেলার নেতাদের হাতে সদস্য সংগ্রহ ফরম তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি সমাবেশ করার অনুমতি না পাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দলের কারণেই সভা-সমাবেশ করতে পারছে না বিএনপি। তিনি বলেন, ‘অনুমতি দিলে কী করবে? তারা তো জেলা পর্যায়ে যতগুলো তাদের যে সমাবেশের আয়োজন করেছে এর ওয়ান-থার্ডও তো হয়নি। কেন্দ্রীয় নেতারা মারামারি করে, ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফিরেছেন।…তারা নিজেরা নিজেদের মারছে, এ জন্যও আওয়ামী লীগ দায়ী? বানরে সংগীত গায়, শিলা জলে ভাসে।’
গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সরকার ধ্বংস করছে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় এসব প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে ভাবমূর্তি নষ্ট করেছিল বিএনপি।