গুগল ডুডলে খেলুন শামুক-ঝিঁঝিপোকার ক্রিকেট!
পর্দা উঠেছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ। আইসিসির অন্যতম আকর্ষণীয় এই প্রতিযোগিতার শুরুটা দারুণ এক ডুডল দিয়ে উদযাপন করছে গুগল। যে ডুডলে আপনিও মেতে উঠতে পারবেন ব্যাট-বলের লড়াইয়ে। খেলতে পারবেন উপভোগ্য একটি গেম।
চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে সার্চ জায়ান্ট গুগল নতুন যে ডুডলটি দিয়েছে, সেটি আসলে একটা অনলাইন গেম। যেখানে ক্রিকেট মাঠে ব্যাট হাতে দেখা যায় ঝিঁঝিঁপোকাকে (ইংরেজিতে যাকে ডাকা হয় ‘ক্রিকেট’ বলে)। ফিল্ডিংয়ে থাকে এক দল শামুক। আপনাকে খেলতে হবে ব্যাটসম্যান হিসেবে, ঝিঁঝিঁপোকা হয়ে। আকর্ষণীয় এই গেমটি নিয়ে এরই মধ্যে মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের দৈনিক টেলিগ্রাফ এটিতে আখ্যা দিয়েছে খুবই আসক্তি সৃষ্টিকারী গেম হিসেবে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, বিখ্যাত ব্যক্তিদের জন্ম বা মৃত্যুদিন প্রায়ই ডুডলের মাধ্যমে উদযাপন ও স্মরণ করে গুগল। বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা, যেমন ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ, অলিম্পিক শুরুর সময়ও বিশেষ ডুডল দিয়ে থাকে গুগল।