ওভালে যেন এক টুকরো বাংলাদেশ
আজকের বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে দর্শকদের কী পরিমাণ আগ্রহ ছিল— লন্ডনের ওভালে যাঁরা কাছ থেকে দেখেছেন, তাঁরাই ভালোভাবে বুঝতে পেরেছেন। আসর শুরুর বেশ কিছুদিন আগেই এই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে যায়। তারপরও দর্শকদের আগ্রহের কমতি ছিল না, ওভালের রাস্তায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শুধু কি তাই, কেউ কেউ স্টেডিয়ামের পাশে রাস্তায় নেচে-গেয়ে প্রিয় বাংলাদেশকে সমর্থন জোগাচ্ছে। নিজের দেশকে সমর্থন জোগাতে এসে অনেকেই টিকেটের অভাবে মাঠে ঢুকতে পারেনি, কিন্তু প্রিয় দলের সাফল্যে মাঠের বাইরে বসেই উদযাপন করছে, আবার কখনো ব্যর্থতায় হতাশ হয়েছে।
এ তো গেল মাঠের বাইরের চিত্র, গ্যালারিতেও বাংলাদেশি দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেখে মনে হবে যেন এক টুকরো বাংলাদেশ।
এবার মাঠে ক্রিকেটাররা কেমন করেন সেটাই এখন দেখার। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে অবশ্য বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে। শুরুটা ভালো না হলেও পরবর্তী সময়ে খুবই সতর্কতার সঙ্গে খেলে গেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। বিশেষ করে ওপেনার তামিম ইকবাল দারুণ দৃঢ়তা দেখিয়েছেন।
এর আগে ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। এরপর ২০১৬ সালে মিরপুরেও ইংলিশদের বিপক্ষে জয়ের স্মৃতি রয়েছে বাংলাদেশের।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে এই হিসাবগুলো আর মাথায় নিতে চান না টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাশের চিন্তায় ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখা। তিনি জানেন, ভালো খেললে বাংলাদেশকে ঠেকিয়ে রাখা ইংল্যান্ডের পক্ষে কঠিন হবে।
এ পর্যন্ত ১৯ বার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে চার ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এর তিনটিই এসেছে গত দুই বছরে। বিশ্বমঞ্চে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। টাইগারদের চারটি জয়ের দুটিই বিশ্বকাপে পাওয়া।