ওকসের ইনজুরিতে বড় ধাক্কা ইংল্যান্ডের
চোট পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস। সাইড স্ট্রেনের কারণে ছয় মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওকস ইনজুরিতে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বপ্নে বেশ জোরেসোরেই ধাক্কা খেল ইংল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে দক্ষিণ আফ্রিকা সফরেই ক্রিস ওকসকে নিয়ে সংশয় দেখা গিয়েছিল। তারপরও তাঁকে রেখেই বাংলাদেশের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে ইংল্যান্ড। মাত্র দুই ওভার বল করেই মাঠের বাইরে চলে যান এই পেসার।
ক্রিস ওকস ইনজুরিতে পড়লেও এখন পর্যন্ত তাঁর জায়গায় কাউকে দলে নেয়নি ইংল্যান্ড। তবে ধারণা করা হচ্ছে, স্টিফেন ফিনকে দলে ভেড়াতে পারে দলটি। এমনকি চ্যাম্পিয়নস ট্রফির দলে স্টুয়ার্ট ব্রডও আসতে পারেন ওকসের জায়গায়।
৬২টি ওয়ানডে ম্যাচে ৮৯ উইকেট নিয়েছেন ক্রিস ওকস। ব্যাট হাতেও সফল তিনি। দুটি হাফ সেঞ্চুরিসহ ৮০০ রান করেছেন এই পেসার।
ওকস না থাকলেও বাংলাদেশকে বেশ স্বচ্ছন্দেই হারিয়েছে ইংল্যান্ড। ওভালে বাংলাদেশের দেওয়া ৩০৫ রানের জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দলটি। ৬ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।