এজবাস্টনের ট্রেনিং সুবিধা নিয়ে ভারতের অসন্তোষ
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়ে ভারত এখন বেশ ফুরফুরে। আগামী ৪ জুন এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নামবে কোহলির দল। এই মুহূর্তে এজবাস্টনে অনুশীলন করছেন কোহলি-ধোনিরা। তবে ভেন্যুর অনুশীলন সুবিধা নিয়ে দারুণ অসন্তোষ প্রকাশ করেছে আসরের বর্তমান শিরোপাধারীরা। ভারত অভিযোগ করেছে, বোলারদের রান আপের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় মোহাম্মদ সামি, উমেশ যাদবরা ঠিকমতো অনুশীলন করতে পারছেন না।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এজবাস্টন মাঠের পাশে কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করতে চেয়েছিল ভারতীয় দল। তবে আগে থেকেই সেই জায়গায় অস্ট্রেলিয়া দল অনুশীলন করায় স্টেডিয়ামের ভেতরেই অনুশীলন করছেন কোহলিরা। মূল মাঠ বাঁচাতে ভারতকে অল্প জায়গায় অনুশীলন করতে হচ্ছে। ভারতীয় দল অভিযোগ করেছে তাদের অনুশীলনের জন্য দুটি মাত্র নেট সুবিধা দেওয়া হয়েছে। যা তাদের জন্য মোটেও পর্যাপ্ত নয়।
ভারতীয় দলের আরেকটি অভিযোগ হলো, জায়গা কম পাওয়ায় উমেশ যাদব, মোহাম্মদ সামির মতো দীর্ঘ রান আপ নিয়ে বল করা ক্রিকেটাররা ভালোভাবে অনুশীলন করতে পারছেন না। ভেন্যু ম্যানেজারকে অভিযোগ দিলেও তিনি কর্ণপাত করেননি বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
শুক্রবার এজবাস্টনে অস্ট্রেলিয়া বনাম নিউজল্যান্ডের ম্যাচ থাকায় অনুশীলনের জন্য ভারত ও পাকিস্তান উভয় দলকেই ছোট মাঠ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, শনিবারের মধ্যেই অনুশীলনের জন্য যথেষ্ট জায়গা দেওয়া হবে দুই দলকে।