কুম্বলে-কোহলি বিরোধ মেটাতে সৌরভের হস্তক্ষেপ
বেশ বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলির দ্বন্দ্বে বেশ ব্রিবতকর অবস্থায় রয়েছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী দলটি। রোববার চ্যাম্পিয়নস ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তাই খানিকটা ব্যাকফুটেই ভারত। দলের এই পরিস্থিতিতে আবার এগিয়ে এলেন সৌরভ গাঙ্গুলী, যার হাত ধরেই আমূলে বদলে যায় ভারতীয় ক্রিকেটের চেহারা।
দল নির্বাচনের অনিল কুম্বলের খুব বেশি নাক গলানো নিয়ে দারুণ ক্ষিপ্ত অধিনায়ক বিরাট কোহলি। এর মধ্যে ভারতীয় ক্রিকেট দলের সাবেক সেক্রেটারি জানিয়েছেন, কুম্বলেকে নাকি খুব একটা পছন্দ করতেন না কোহলি। কিন্তু বোর্ডের উপদেষ্টা কমিটি সিদ্ধান্তকে সম্মান জানাতেই বাধ্য হয়ে কুম্বলেকে কোচ হিসেবে মেনে নেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তবে কোচ হিসেবে আসার পরই নাকি সব বিষয়ে খুব বেশি মাথা ঘামানো শুরু করেছেন কুম্বলে। যেটা মোটেও পছন্দ নয় কোহলির। এরপর থেকেই দুজনের দারুণ বিরোধ শুরু হয়। এরই জেরে কোচ হিসেবে কুম্বলের সঙ্গে আর মেয়াদ বাড়াতে রাজি নয় ভারতীয় বোর্ড।
তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে কোচ-অধিনায়কের এমন শীতল যুদ্ধ ভারতীয় সমর্থকদের চিন্তায় ফেলে দিয়েছে। দলের উদ্ভূত এই পরিস্থিতিতে আরেকবার রক্ষাকর্তা হিসেবে এগিয়ে এলেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। মূলত বোর্ড ও কোচ নির্বাচন কমিটির অনুরোধেই ভারতীয় দলের ড্রেসিংরুমে আসেন তিনি। কথা বলেন কোহলি ও কুম্বলের সঙ্গে। জানা গেছে, বোঝানোর পাশাপশি দুজনকে সতর্কও করে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। কুম্বলে-কোহলি দ্বন্দ্বে ভারতীয় দলের পারফরম্যান্স যদি খারাপ হয় তাহলে দুজনের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও না কি সৌরভ সতর্ক করেছেন।