ভারতের কাছে হারলে টিভি না ভাঙতে পাকিস্তানকে পরামর্শ!
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্য রকম উত্তেজনার আবহ। সেটা যেকোনো খেলায় হোক। আর চ্যাম্পিয়নস ট্রফিতেও এমন কিছু হবে না, তা কী করে হয়। আসরে আজ দুই দল প্রথম লড়াইয়ে নামছে। এই মহারণে কোন দল জিতবে, তা নিয়ে শুরু হয়ে গেছে জোর আলোচনা। তবে এই ম্যাচে ভারতই জিতবে বলে মনে করেন দেশটির সাবেক ওপেনার বিরেন্দর শেবাগ। শুধু তাই নয়, ম্যাচে হারলে পাকিস্তানি সমর্থকদের টিভি সেট না ভাঙার পারমর্শ দিয়েছেন তিনি।
অনেকটা স্বভাবসুলভ ভঙ্গিতে ভারতের সাবেক বিস্ফোরক ব্যাটসম্যান শেবাগ বলেন, “পাকিস্তানকে আজ ‘বেগুনের ভর্তা’ বানিয়ে ছাড়বে ভারত।”
পরে আবার কটাক্ষ করে শেবাগ বলেন, ‘আশা করি, পাকিস্তানের জনগণ এই ম্যাচে হারের পর টিভি সেট ভাঙবে না। টিভি ভাঙার পরিবর্তে তাদের উচিত আগে থেকে রেডিও সেট কিনে নেওয়া। কারণ, তা কম খরচের। ভাঙলেও বড় ক্ষতি হবে না।’
এর জবাব দিয়েছেন পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আখতার। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের দেশে বহু পুরোনো অনেক চায়না টিভি সেট রয়েছে। সেগুলো ভাঙলে ক্ষতি নেই।’
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। দুবার জিতেছে ভারত, একবার পাকিস্তান। এ ছাড়া আইসিসির যেকোনো আসরে দুদেশের দ্বৈরথে ভারত অনেকটাই এগিয়ে। তা ছাড়া এখন পর্যন্ত কোনো বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।