দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা
অ্যাঞ্জেলো ম্যাথুজের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন উপুল থারাঙ্গা। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নয়রা বড় ব্যবধানে হেরেছে। এই হারের ব্যথা না শুকাতেই আরো একটি দুঃসংবাদ শুনলেন এই লঙ্কান ওপেনার। স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় থারাঙ্গাকে।
গতকাল শনিবার অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে যায়। ৫০ ওভারের ম্যাচটি থারাঙ্গা শেষ করেছেন চার ঘণ্টার লম্বা সময়ে। তাই ম্যাচের অধিনায়ক হিসেবে তাঁকে এই শাস্তি পেতে হয়েছে।
ম্যাচ রেফারি ডেভিড বুন জানান, নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার বল কম করেছে শ্রীলঙ্কা।
আইসিসির নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় থারাঙ্গাকে। শুধু তাই নয়, শ্রীলঙ্কার প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়।
এই নিষেধাজ্ঞার কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচ খেলতে পারছেন না এই লঙ্কান ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে শ্রীলঙ্কা ৯৬ রানের বড় ব্যবধানে হেরেছে। ম্যাচে দক্ষিণ আফ্রিকার করা ২৯৯ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় ২০৩ রানে।