বাংলাদেশকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া
তিন-চার বছর আগেও হয়তো বড় কোনো টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা হালকা মেজাজেই থাকতেন অস্ট্রেলিয়া-ভারত-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। কিন্তু এখন বাংলাদেশকে যে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, সেটা খুব ভালোমতোই টের পাচ্ছে ক্রিকেট বিশ্ব। চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তাই বেশ সতর্ক অবস্থানে আছে ২০১৫ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া।
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু হয়েছে হার দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রানের বড় সংগ্রহের পরও ৮ উইকেটের ব্যবধানে হেরে গেছে টাইগাররা। অন্যদিকে বৃষ্টির বাধায় পণ্ড হয়েছে ‘এ’ গ্রুপের অপর ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। নিজেদের দ্বিতীয় ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ-অস্ট্রেলিয়া; দুই দলের জন্যই।
২০০৬ সালের পর এক দশকের বিরতিতে আবার চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেজন্য অবশ্য অনভিজ্ঞতার বিবেচনায় বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘তাদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। অবশ্যই তামিম ইকবাল। তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন (ইংল্যান্ডের বিপক্ষে)। মুশফিকুর রহিমও খুব ভালো ব্যাটসম্যান। মুস্তাফিজুর খুবই দারুণ বোলার। তাদের এই দলে বেশ কয়েকজন বিপজ্জনক খেলোয়াড় আছে। আমাদের খুবই ভালো খেলতে হবে তাদের হারানোর জন্য।’
নিউজিল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হয়ে যাওয়া ম্যাচটিতে অস্ট্রেলিয়া মাঠে নেমেছিল চারজন পেসার নিয়ে। তবে ওভালে একজন স্পিনার খেলানোর সম্ভাবনা নাকচ করে দেননি স্মিথ। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারেন লেগস্পিনার অ্যাডাম জামপা বা অফস্পিনার ট্রাভিস হেড।
ওভালে আগামীকাল সোমবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।