বিতর্কিত আউটের শিকার মুশফিক!
দলীয় ৫৩ রানের মাথায় ময়েজেস হেনরিকসের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন মুশফিকুর রহিম। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যানের এই আউটে শুরুতেই বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। অবশ্য মুশফিকের এই আউট নিয়ে বেশ বিতর্ক রয়েছে। তিনি কি আসলেই এলবিডব্লু হয়েছেন, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন।
টিভি রিপ্লেতেও দেখা যায়, বলটি মুশফিকের প্যাডে লাগার আগে তাঁর ব্যাট ছুঁয়ে যায়। অথচ কিউই আম্পায়ার ক্রিস গাফানি তাঁর বিপক্ষে লেগবিফোরের সিদ্ধান্ত দিয়েছেন। তাঁর এমন ভুল সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ধারাভাষ্যকাররাও। কারণ এমন একটি আউটে দলকে খেসারত দিতে হচ্ছে।
আগের ম্যাচে ৭৯ রানের অসাধারণ ইনিংস খেলা মুশফিক এদিন যখন ২০ বলে ৯ রান করে উইকেটে থিতু হতে যাচ্ছিলেন, ঠিক তখনই ভুল আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
শুরুতেই তিন উইকেট হারিয়ে ফেলায় এ ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে বেশ বেহালদশা ফুটে উঠেছে। অবশ্য চতুর্থ উইকেট জুটিতে তামিম-সাকিব কিছুটা দৃঢ়তা দেখানোয় ব্যাটিং-ধস এড়ানো গেছে। তামিমের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ মোটামুটি ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।