১০ বছর পর বানসালির ছবিতে সালমান!
সালমান খান মানেই বলিউড বক্স-অফিসে দর্শকের হুমড়ি খেয়ে পড়া। নিত্যনতুন রেকর্ডের হাতছানি। সে কারণে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সালমান খানের নতুন ছবির জন্য। ভক্তদের এই অপেক্ষার অবসান ঘটাতে সালমান খান নতুন ছবি ‘টিউবলাইট’ নিয়ে হাজির হচ্ছেন। বর্তমানে তিনি এই ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এদিকে, ফিল্মফেয়ার জানিয়েছে, ‘টিউবলাইট’ ছবি নিয়ে ব্যস্ততার ফাঁকে সঞ্জয় লীলা বানসালির নতুন একটি ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সালমান খান।
সালমান খান বর্তমানে ‘টিউবলাইট’ ছাড়াও আরো চারটি ছবিতে অভিনয় করছেন। এর মধ্যে রয়েছে ‘টাইগার জিন্দা হে’। এই ছবিতে তাঁর বিপরীতে ক্যাটরিনা কাইফকে অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া ‘দাবাং-৩’ ও রেমো ডি সুজার নাচকেন্দ্রিক একটি ছবি এবং তাঁর বোন অলভিরা খান অগ্নিহোত্রী প্রযোজিত নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করবেন।
বিশেষ সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার আরো জানিয়েছে, পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনার বিষয়টি সালমান খান নিশ্চিত করেছেন এবং এই ছবি যদি হয়, তাহলে বানসালিকে দেওয়া সালমানের প্রতিশ্রুতি পূরণ হবে।
শেষ পর্যন্ত যদি বানসালির সঙ্গে সালমান ছবিটি করেন, তাহলে সেটি হবে প্রায় ১০ বছর পর এ দুজনের একসঙ্গে কাজ করা। এর আগে ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবিতে সালমান খান অভিনয় করেছিলেন। যদিও খুব অল্প সময়ই সেখানে দেখা গিয়েছিল সালমানকে। তখন ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন সোনম কাপুর। এই ছবির মাধ্যমে সোনম কাপুরের বলিউড অভিষেক হয়।
সালমান খান ও সঞ্জয় লীলা বানসালির সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। ‘পদ্মাবতী’ ছবির শুটিং চলাকালে সঞ্জয় লীলা বানসালি আক্রমণের শিকার হলে সালমান প্রথম তাঁর পক্ষ নিয়ে এর প্রতিবাদ করেন।