৫ জানুয়ারির নির্বাচনের দায়িত্ব আ. লীগের নয় : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ৫ জানুয়ারির নির্বাচনে যা হয়েছে সেটার দায়দায়িত্ব আওয়ামী লীগের নয়। তিনি বলেন, ‘আমরা কি চেয়েছিলাম যে ১৫৩টি আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হব। এটা তো আমাদের নিজেদের কাছে খারাপ লাগে। বিএনপি আসেনি বলেই এই অবস্থা।’
আজ বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন করায় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছিলেন। সেদিন যদি তিনি আমন্ত্রণ গ্রহণ করতেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস ভিন্নভাবে লেখা হতে পারত।’
এদিকে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন প্রধানমন্ত্রী মোদি সরকারের আরো দুই বছর মেয়াদ আছে। আমি আবার মনে করিয়ে দিতে চাই, নরেন্দ্র মোদি গত ৮ এপ্রিল আপনাদের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কী বলেছিলেন। তিনি বলেছিলেন, শেখ হাসিনা আমি এবং আমার সরকারই পারে তিস্তা সমস্যার দ্রুত সমাধান করতে। তাঁর বক্তব্য খুবই স্পষ্ট। যার ব্যাখ্যা পুনরায় দাঁড় করানোর কোনো সুযোগ নেই। এটা রেকর্ডেই আছে।’
ওবায়দুল কাদের ও হর্ষবর্ধনের মধ্যে বৈঠকে যশোর ও কুমিল্লা হয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল যোগাযোগসহ আঞ্চলিক যোগাযোগের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়।