ইংল্যান্ডের তৃতীয় ফাইনাল নাকি পাকিস্তানের প্রথম?
আগেও দুবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দুবারই অবশ্য শিরোপা হাতছাড়া হয়েছে দলটির। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে আর শেষবার ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ইংলিশদের। এবার তৃতীয় ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে ইয়ন মরগানের দল। এর আগে পাকিস্তান তিনবার সেমিফাইনাল খেলে একবারও ফাইনালে যেতে পারেনি। এবার প্রথমবার ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর পাকিস্তানিরা। তবে ফাইনালে যেতে হলে পেরোতে হবে সেমির বাধা। আর দলটির প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। বলা বাহুল্য, পাকিস্তানের ফাইনাল স্বপ্নটা এত সহজে পূরণ হতে দেবে না ইংল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। গ্রুপ পর্বের সব ম্যাচেই জয় পেয়েছে দলটি। দাপট দেখিয়ে প্রথম দল হিসেবে সেমির টিকেট কাটে ইংলিশরা। প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারায় দলটি। আর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ রানে ৩ উইকেট হারালেও বৃষ্টি আইনে জয় তুলে নেন মরগান-স্টোকসরা।
ইংল্যান্ডের পথটা মসৃণ থাকলেও সেমিফাইনালে ওঠার জন্য ঘাম ঝরাতে হয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচেই ভারতের কাছে ১২৪ রানের বড় ব্যবধানে হারে সরফরাজের দল। দ্বিতীয় ম্যাচে দারুণ ব্যাটিং-বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে দেয় দলটি। আর শেষ ম্যাচে টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পরও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে দাপুটে জয় এনে দেন অধিনায়ক সরফরাজ আহমেদ।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : অ্যালেক্স হেলস, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, মইন আলি, জস বাটলার, জ্যাক বল, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ ও মার্ক উড।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ : আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, হাসান আলী ও জুনায়েদ খান।