যোগির বিরুদ্ধে নগ্ন ছবি প্রকাশের অভিযোগ!
নগ্ন ছবি প্রকাশের অভিযোগে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন এক আদিবাসী নারী। আসাম রাজ্যের বিশ্বনাথ জেলার লক্ষ্মী ওরাং যোগি ছাড়াও এ মামলায় আসামের লোকসভার এমপি রামপ্রসাদ শর্মাকেও আসামি করেছেন।
ফেসবুকে নিজের নগ্ন ছবি প্রকাশের অভিযোগে লক্ষ্মী এ মামলা করেন। তিনি বিভাগীয় সাব-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভারতের প্যানেল কোডের (আইপিসি) তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এ মামলা করেন।
লক্ষ্মী জানান, যোগী আদিত্যনাথ ও তাঁর দলের এমপি রামপ্রসাদ শর্মার শেয়ার করা ছবিটি ১০ বছর আগে গুয়াহাটি রক্ষা আন্দোলনের সময় তোলা।
২০০৭ সালে আন্দোলন চলাকালীন পুলিশের ‘নিস্পৃহতায়’ রাজনৈতিক দল কংগ্রেসের কর্মীদের মারধরের শিকার হন লক্ষ্মী। সে সময় ‘কংগ্রেসের নেতাকর্মীরা’ লক্ষ্মীকে বিবস্ত্র করে মারধর করে বলে অভিযোগ রয়েছে।
২০০৭-এর ওই আন্দোলনে অংশ নেওয়া লক্ষ্মী সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘যোগি আদিত্যনাথ কোনো কিছু না জেনেই ওই আন্দোলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন, বিজেপির সমাবেশে কংগ্রেস হামলা করেছে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রচারণায় সরব, তখন তাঁর দলের একজন মুখ্যমন্ত্রী এমন কাজ করলেন কীভাবে? এটাই কী গণতন্ত্র?’
এ বিষয়ে স্থানীয় এমপি রামপ্রসাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘২০১০ সালে কংগ্রেসের আমলে এমন একটি ঘটনা ঘটেছিল। আমি এই ন্যক্কারজনক ঘটনা সবাইকে জানাতে এটা শেয়ার করেছি। কারণ, ওই মেয়েটি এখনো ন্যায়বিচার পায়নি।’
রামপ্রসাদ আরো বলেন, ‘আমি শেয়ার করা পোস্টে কোনো ব্যক্তিগত মন্তব্যও করিনি। তা ছাড়া আমি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সান্ন্যালের সঙ্গে ওই মেয়েটির মামলাটি পুনরায় চালু করার ব্যাপারে কয়েক দিন আগেই কথা বলেছি।’