শিক্ষার্থীদের যোগীর মতো চুল রাখার নির্দেশ!
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো চুল কাটতে শিক্ষার্থীদের ওপর চাপ দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যটির মিরাট অঞ্চলের একটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রিশাভ একাডেমি নামে স্কুলটির বিরুদ্ধের ওই অভিযোগ তোলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা।
চুল ছাঁটার ওই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁরা স্কুলে গিয়ে বিক্ষোভও জানান। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ গিয়ে অভিভাবকদের শান্ত করে।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের যোগী আদিত্যনাথের মতো করে চুলের ছাঁট দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অনথ্যায় স্কুলে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। তবে অভিভাবকদের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে স্কুল কর্তৃপক্ষ।
ওই স্কুলের কর্তৃপক্ষ জানায়, স্কুল সেক্রেটারি রণজিৎ জেইন সঠিকভাবে জামা পরে ও ‘ভদ্রভাবে’ চুল কেটে আসতে বলেছিলেন।
তবে অভিযোগ এখানেই শেষ নয়। স্কুলে খাওয়ার বিরতির সময় আমিষজাতীয় খাবার খেতেও নিষেধ করা হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।
এ বিষয়ে স্কুল ব্যবস্থাপনার পক্ষ থেকে জানানো হয়েছে, এর মাধ্যমে স্কুলে শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। আর নিরামিষ খাবারের বিষয়ে সব সময়ই কড়াকড়ি করা হয়। এতে সাম্প্রদায়িকতার রং চড়ানো হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।