রম্য
ঈদে যেসব সিনেমা মুক্তি পেতে পারে
ঈদকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।কিন্তু দর্শকের চাহিদার কথা চিন্তা করে হাস্যরস কিছু সিনেমা মুক্তি দিতে পারে কল্পনায়।প্রিয় পাঠক আসুন কাহিনীসহ সিনেমার নাম দেখে আসি।
সালামি দিবি কি না বল
বড় ভাই ছোট ভাইকে ঈদের প্রাপ্য সালামি দিতে অস্বীকার করে।আর তাতেই শুরু হয় সংসারে অশান্তি। আচ্ছা, ছোট ভাই কী পারবে শান্তিপূর্ণ আন্দোলন করে সালামি আদায় করতে ? দেখতে হলে চোখ রাখুন ‘সালামি দিবি কি না বল’।
কোটি টাকার টিকেট
কালো বাজারি প্রযোজিত মখলেস চোরা অভিনীত সিনেমা কোটি টাকার টিকেট।এই সিনেমায় দেখা যাবে ১০০ টাকার টিকেট কিভাবে কোটি টাকায় বিক্রি করে নায়ক বস্তি থেকে কোটি টাকার মালিক হয়।
শান্ত কেন যৌথ নায়ক
এপার বাংলার জাক্কাস বয় সোহান এবং ওপার বাংলার এঞ্জেল জরিনা অভিনীত যৌথ প্রযোজনার ছবি , শান্ত কেন যৌথ নায়ক। এই ছবির মাধ্যমে আপনি জানতে পারবেন শান্ত কিভাবে স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের প্রেম করে যৌথ সিনেমার নায়ক হয়।
চিকনগুনিয়া বড় না মশা বড়
একজন চিকনগুনিয়া রোগির বায়োপিক নিয়ে নির্মিত সিনেমার নাম, চিকনগুনিয়া বড় না মশা বড়। যদিও ধারণা করা হচ্ছে থ্রিলার ধর্মী এই সিনেমা মুক্তিতে বাধা হয়ে দাঁড়াতে পারে মশারা।
রিকশা
ঢাকা শহরের মতিঝিলে রাস্তার পানিতে ডুবে যাওয়া রিকশাকে কেন্দ্র করে মর্মস্পর্শী গল্পে নির্মিত সিনেমা 'রিকশা'। যদিও অনেকের দাবি সিনেমাটি টাইটানিক মুভির নকল।