পেছনের দরজা দিয় ক্ষমতায় যেতে দেওয়া হবে না : নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে সরকার তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নগরীর মুসলিম হলে নগর ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ সভাপতিত্বে বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।
নোমান বলেন, আগামী নির্বাচন অবশ্যই সহায়ক সরকারের অধীনে হতে হবে। সহায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, আজকে সর্বদলীয় ভিত্তিতে হোক, সহায়ক প্রক্রিয়ায় হোক নির্বাচন হতেই হবে। আগামী দিনে সরকার পতন আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি।