ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন সেই অডিও বার্তা
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনা একজন ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্ত করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর তথ্যমতে, চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হন কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক। তবে গত বৃহস্পতিবার কক্সবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী দাবি করেন, বন্দুকযুদ্ধে নয়, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। প্রমাণ হিসেবে একরামের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড তিনি উপস্থাপন করেন সংবাদ সম্মেলনে।
সেই অডিও রেকর্ডের প্রসঙ্গে টেনে ঘটনাটি হত্যাকাণ্ড নাকি, বন্দুকযুদ্ধ -এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘এই অডিওটা আমাদের কাছে আসবে। আমরা এটা চেক করব। কি হয়েছে না হয়েছে আমরা পরীক্ষা করে দেখব। ম্যাজিস্ট্রেট তদন্তের মধ্যে যদি কোনোরকম ইঙ্গিত আমাদেরকে দেয় কিংবা কোনোরকম নির্দেশনা থাকে অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা হবে। এবং সে যদি কনফার্ম করে দেয় এই ধরনের ঘটনা তাহলে আইন অনুযায়ী বিচার হবে। কেউ যদি প্রলুব্ধ হয়ে এই ধরনের ঘটনার সূত্রপাত করে থাকেন তাহলে অবশ্যই সে আইনের ঊর্ধ্বে নয়, আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’
র্যাবের দাবি, গত ২৬ মে দিবাগত রাতে টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হন। একরামুল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
তবে শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন নিহত কাউন্সিলর একরামুলের পরিবারের সদস্যরা।