রায়নার বিয়েতে তারকাদের মেলা
বিশ্বকাপের পর পরই বিবাহের শুভ আয়োজন সম্পন্ন করে ফেললেন সুরেশ রায়না। জীবনের ক্রিজে জুটি বাঁধলেন বাল্যবন্ধু প্রিয়াঙ্কা চৌধুরির সঙ্গে। ভারতের এই ক্রিকেটারের বিয়েতে বসেছিল তারকাদের মেলা। মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগদের পাশাপাশি উপস্থিত ছিলেন ডোয়াইন ব্রাভো, স্টিফেন ফ্লেমিংরাও। জাতীয় দলের সতীর্থ বিরাট কোহলিও এসেছিলেন বলিউড তারকা আনুশকা শর্মাকে নিয়ে। আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসনও উপস্থিত ছিলেন রায়নার বিয়েতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছেন শুভকামনা।
রায়নার বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল দিল্লিতে। কিন্তু বিয়ের আগ দিয়েও রায়না ব্যস্ত ছিলেন অনুশীলন নিয়ে। চেন্নাইয়ে প্রস্তুতি নিচ্ছিলেন আইপিএলের জন্য। ৮ এপ্রিল থেকে শুরু হবে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ, আইপিএল। অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি পৌঁছেছেন দিল্লিতে।
আইপিএলে রায়নাই করেছেন সবচেয়ে বেশি ৩৩২৫ রান। এবারের মৌসুমেও তাঁর ভালো নৈপুণ্যের দিকে তাকিয়েই শিরোপা জয়ের স্বপ্ন দেখবে চেন্নাই সুপার কিংস। ফলে মধুচন্দ্রিমার জন্য আইপিএল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নবদম্পতিকে।