মায়ামিতে আবার চ্যাম্পিয়ন জোকোভিচ
এ বছর দারুণ কাটছে নোভাক জোকোভিচের। বছরের শুরুতে উন্মুক্ত যুগের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন। দুই সপ্তাহ আগে পেয়েছিলেন ইন্ডিয়ান ওয়েলস এটিপি মাস্টার্সের ট্রফি। এবার মায়ামি ওপেনেও জোকোভিচ চ্যাম্পিয়ন। রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারেকে ৭-৬, ৪-৬, ৬-০ গেমে হারিয়েছেন তিনি। মায়ামিতে এটা জোকোভিচের পঞ্চম শিরোপা।
শুধু ২০১৫ সাল বা মায়ামিতে নয়, মারের বিপক্ষেও জোকোভিচের দুর্দান্ত সাফল্য। দুজনের ২৬টি লড়াইয়ের ১৮টিতেই তিনি বিজয়ী। এর মধ্যে মায়ামির জয়টি টানা দশম। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল আর ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালেও সার্বিয়ান তারকার কাছে পরাস্ত হয়েছিলেন মারে।
এমনিতে হার্ড কোর্টে দারুণ সফল জোকোভিচ। তাঁর আটটি গ্র্যান্ড স্লাম শিরোপার ছয়টিই এসেছে হার্ড কোর্টে—অস্ট্রেলিয়ান ওপেনে পাঁচটি আর ইউএস ওপেনে একটি। বাকি দুটি ট্রফি উইম্বলডনে। তবে ক্লে-কোর্টের একমাত্র গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা আজও তাঁর অধরা। ২০১২ ও ২০১৪ সালে ফাইনালে উঠেছিলেন। তবে দুবারই হেরে যান রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের কাছে।
এবার সেই ব্যর্থতা ঘোচাতে দৃঢ়প্রতিজ্ঞ জোকোভিচ। মায়ামিতে আরেকটি সাফল্য পাওয়ার পর তিনি বলেছেন, ‘মৌসুমটা এর চেয়ে ভালোভাবে শুরু হতে পারত না। তিনটি গুরুত্বপূর্ণ শিরোপা জিতলাম। আশা করি, এ সাফল্য সামনে ক্লে-কোর্টের টুর্নামেন্টগুলোতে কাজে লাগাতে পারব। ফ্রেঞ্চ ওপেনে সাফল্য পেতে অবশ্যই তা খুব গুরুত্বপূর্ণ হবে আমার জন্য।’