বলিউডে সালমানের নতুন সুন্দরী?
কেবল সুপারস্টার নয়, বলিউডে সালমান খানের রয়েছে আরেক বিশেষ পরিচয়। নতুন মুখের নায়িকাদের ‘গডফাদার’ বলা যায় তাঁকে। সময়ে তরতাজা সব নতুন মুখকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন বলিউডের সাথে। এ পরিক্রমায় আরেক নতুন সুন্দরীর খোঁজ দিয়েছেন সাল্লু, এমনই জানা গেল ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে।
মেয়েটির নাম হিরাল থক্কার। সালমানের ম্যানেজিং টিমে কাজ করেন তিনি। সালমানের টুইটার বা সামাজিক মাধ্যমের দেখভালের দায়িত্ব রয়েছে তাঁর ওপর। তবে হঠাৎ করে হিরালের অনেক ছবি সালমান একটানা টুইটারে পোস্ট করায় গণমাধ্যমে উঠেছে জোর আলোচনা।
সালমান অবশ্য তাঁর স্বভাবসুলভ হালকা চালে একটা ব্যাখ্যা দিয়েছেন তাঁর এই পোস্টিংয়ের। সালমানের টুইট বলছে, হিরাল নামের এই মেয়েটি তাঁর টুইটার অ্যাকাউন্টের দেখভাল করেন। সুতরাং, তাঁর সঙ্গে সবার একটা পরিচয় থাকা উচিত। তবে সেজন্য অনেক ছবি একটানা পোস্ট করার উদ্দেশ্য কী, সে জবাব কিন্তু মেলে না!
টুইটে সালমান লিখেছেন-‘ছোটা মওটা কাভি কাভি অ্যাবাউট মি ইউ ক্যান আস্ক হার। জব্ নেটওয়ার্ক ন্যহি হোতা তো আই টেল হার ওয়াট টু টুইট’। [আমার ব্যাপারে ছোটখাটো কিছু জানতে মাঝে মাঝে তাকে (হিরাল) প্রশ্ন করতে পারেন। নেটওয়ার্ক না পেলে আমি ওকে বলে দেই যে কী টুইট করতে হবে]।
এই সিগন্যাল দিয়ে সালমান ঠিক হিরালকে বলিউডে নিয়ে আসতে চাচ্ছেন না, তা পরিষ্কার বলার উপায় নেই। হিরালের বিভিন্ন ভঙ্গিমার অনেক ছবি একটানা টুইট করায় সালমানের ‘উদ্দেশ্য’ কী, তা বোঝা একটু কঠিন হয়ে যাচ্ছে সবার!
সালমান খানের হাত ধরেই বলিউডে অভিষেক ঘটেছে ক্যাটরিনা কাইফ, জেরিন খান, স্নেহা উল্লাল এবং আরো অনেকের। এমনকি ঐশ্বরিয়ার ক্যারিয়ারের উত্থানের পেছনেও সালমানের বিশাল ভূমিকা ছিল বলে মনে করেন বলিউড বিশেষজ্ঞরা।