বিচারক স্বল্পতায় মামলা নিষ্পত্তি হচ্ছে না
বিচারকের স্বল্পতার কারণে মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘অ্যাকসেস টু জাস্টিস জুডিশিয়াল রিমেডি’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান।
প্রধান বিচারপতি বলেন, বিচারকের স্বল্পতা, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীর অভাব, অবকাঠামোগত সমস্যার কারণে মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। ফলে মামলার জট বেড়ে যাচ্ছে।
এস কে সিনহা আরো বলেন, অনেক ক্ষেত্রে আইনজীবীরা বিচারককে সহায়তা না করায় সঠিক সময়ে মামলা নিষ্পত্তি সম্ভব হয় না। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বারবার অবহিত করা হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি।
এ ছাড়া দেশের অধঃস্তন আদালতে বিচারকের শূন্যপদের চিত্রও তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি বলেন, জরিপে দেখা যায়, সহকারী জজ থেকে শুরু করে জেলা জজ পর্যায়ে এক হাজার ৬৫৫টি পদের মধ্যে ৪৫৭টি পদই শূন্য আছে।
মাসিক আইনবিষয়ক সাময়িকী লিগ্যাল এইড সেমিনারটির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাময়িকীটির সম্পাদক অ্যাডভোকেট খাজা গোলাম মুর্শিদ।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি নাঈমা হায়দার, জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ প্রমুখ।