দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল অপরিবর্তিত
বাঁ পায়ে চোটের কারণে রুবেল হোসেনের খেলা অনিশ্চিত। তবে আলোচিত এই পেসারকে রেখেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত দলে কোনো পরিবর্তন আসেনি।
বুধবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে শেষ টেস্ট। প্রথম টেস্টে ব্যাটিং-বীরত্বে ড্র করার পর ধারণা করা হচ্ছিল, দল অপরিবর্তিতই থাকবে। শুধু রুবেলকে নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে তাঁকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।
পাকিস্তানের কাছে টানা আট টেস্ট হেরে যাওয়ার পর খুলনাতেই প্রথম ড্র করেছে বাংলাদেশ। তামিম ইকবালের দ্বিশতক, ইমরুল কায়েসের ১৫০ রান আর দুজনের রেকর্ডভাঙা উদ্বোধনী জুটিতে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়েছে।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ।