গাজীপুরে কারখানা থেকে ‘পাকিস্তানি গোয়েন্দা’ আটক
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানা থেকে আজ রোববার রাতে পাকিস্তানের এক নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম খালেদ মেহমুদ।
urgentPhoto
পুলিশের দাবি, খালেদ মেহমুদ পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য। তিনি পরিচয় গোপন করে ২০১৪ সাল থেকে শ্রীপুরের ভাংনাহাটি এলাকার ইউনিলাইন কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এনটিভি অনলাইনকে জানান, পাকিস্তানি নাগরিক খালেদ মেহমুদ ওই দেশের বিমানবাহিনীর সদস্য। একই সঙ্গে তিনি দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য। এই পরিচয় গোপন করে তিনি শ্রীপুরের ভাংনাহাটি এলাকার ইউনিলাইন পোশাক কারখানায় ২০১৪ সাল থেকে প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে গোয়েন্দা পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে খালেদ মেহমুদকে আটক করে। পরে তাঁকে জেলা ডিবির কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য কাল সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুলিশ খালেদ মেহমুদের সঙ্গে কথা বলতে না দেওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। ইউনিলাইন কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।