অমিতাভ বচ্চনের জাল অ্যাকাউন্ট
ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেরই একাধিক অ্যাকাউন্ট থাকে। কাজেই একই মানুষের একাধিক অ্যাকাউন্ট থাকা অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে সেলিব্রিটিদের ঝামেলা ভিন্ন। অনেক সেলিব্রিটির নামে একাধিক অ্যাকাউন্ট তৈরি হয়, যেগুলো আসলটি বাদে সবগুলোই ভুয়া! সুপারস্টার অমিতাভ বচ্চনও এমনই এক জাল অ্যাকাউন্টের যন্ত্রণায় পড়েছেন বলে সান্তাবান্তার খবরে পাওয়া গেছে।
টুইটারে অমিতাভ বচ্চনের অফিশিয়াল অ্যাকাউন্টের নাম @SrBachchan. এ মাধ্যমে প্রায় দেড় কোটি অনুসারী রয়েছেন অমিতাভের! যিনি আরেক ‘অমিতাভ’ হতে চেয়েছেন তার অ্যাকাউন্ট নাম হলো @SrBachchanc! দেখা গেছে, ভালোই অনুসারী জুটেছে এই ‘নকল’ অমিতাভেরও!
নিজের অনুসারী ও ভক্তদের এই জাল অ্যাকাউন্টের বিষয়ে চটজলদি সতর্ক করে দিয়েছেন অমিতাভ বচ্চন।
“এই @SrBachchanc অ্যাকাউন্টটি জাল অ্যাকাউন্ট, আমার নয়। বাড়তি 'c' টি লক্ষ্য করুন। দয়া করে এটার সাথে যেকোনো ধরনের যোগাযোগে বিরত থাকুন।” গত রবিবার নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই টুইট করে ভক্তদের সতর্ক করে দেন বিগ বি।
টুইটারে খুবই সক্রিয় এই বর্ষীয়ান অভিনেতা। নিজের প্রতিদিনের খবরাখবর থেকে শুরু করে চিন্তা-ভাবনা- সব কিছুই টুইটারে শেয়ার করেন তিনি নিয়মিত। এ বছরের ‘পিকু’ ছবির পর তাঁকে দেখা যাবে ফারহান আখতারের ‘ওয়াযির’ ছবিতে।