‘অমানুষদের শায়েস্তা করতে সরকার অত্যন্ত দৃঢ়’
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যারা নারী নির্যাতন করে, তারা অমানুষ। এই অমানুষদের শায়েস্তা করতে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ়। নির্যাতনকারী যেই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কনফারেন্স হলে ‘Women Business Directory of Bangladesh’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রতিমন্ত্রী। সরকারি এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহসভাপতি মো. হেলাল উদ্দিন।
প্রতিমন্ত্রী বলেন, ‘নারীদের সক্রিয় অংশগ্রহণের কারণে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে এক হাজার ৩০০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। পোশাক কারখানায় বর্তমানে প্রায় ৫৯ লাখ শ্রমিক কাজ করেন। তার মধ্যে ৪৫ লাখই নারীশ্রমিক। তাঁদের পরিশ্রমেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। কাজেই আমাদের উচিত, নারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা।’
মেহের আফরোজ চুমকি বলেন, সুযোগ পেলে নারীরা সব করতে পারে। নারীদের ব্যবসাসহ উপার্জন সহায়ক কার্যক্রমের প্রশিক্ষণ প্রদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এফবিসিসিআইয়ের বাস্তবায়নে দেশের ৬৪টি জেলার চেম্বারের সহায়তায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।