মাদ্রাসা বোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা দ্বিতীয়
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা (এন এস কামিল মাদ্রাসা) বাংলাদেশের মধ্যে দ্বিতীয় হয়েছে। আজ শনিবার দুপুরে ফলাফল প্রকাশের পরে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো মাদ্রাসা ক্যাম্পাস।
এ সময় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা মাদ্রাসা ক্যাম্পাসে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে আনন্দ প্রকাশ করেন। ভালো ফলাফল করে একে অন্যকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়ে।
ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা থেকে এ বছর ২৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২২৭ জন। অন্যরা এ গ্রেড পেয়ে উন্নীত হয়। মাদ্রাসা শতভাগ পাসের গৌরব অর্জন করে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান বলেন, গবেষণামূলক শিক্ষাদান ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের জন্যই এই সুন্দর ফলাফল করা সম্ভব হয়েছে। আগামীতে আরো ভালো ফলাফল করার আশা ব্যক্ত করেন তিনি।