বাজেট
অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরাসরি বাজেট অধিবেশন
বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://www.mof.gov.bd) সরাসরি সম্প্রচার করা হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে ওয়েবসাইটটিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট বক্তৃতা।
এ ছাড়া ওয়েবসাইটিতে জানানো হয়েছে www.bangladesh.gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.pressinform.portal.gov.bd, www.pmo.gov.bd থেকেও প্রস্তাবিত বাজেটের তথ্য পাওয়া যাবে।
বাংলাদেশের ৪৪তম প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পাঠ শুরু করেন অর্থমন্ত্রী। টানা সপ্তমবারের মতো বাজেট উপস্থাপন করছেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা দুই লাখ ৯৫ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে অনুমতি দেয়। এর পরই অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী সংসদকক্ষে প্রবেশ করেন। রীতি অনুযায়ী অর্থমন্ত্রী জাতীয় সংসদের স্পিকারের কাছে বাজেট উত্থাপনের জন্য অনুমতি চান। স্পিকারের অনুমতির পরপরই অর্থমন্ত্রী বাজেট পাঠ শুরু করেন।
এবারের বাজেট হবে আওয়ামী লীগ সরকারের ১৬তম। আওয়ামী লীগ সরকারের হয়ে অর্থমন্ত্রী এর আগে ছয়বার বাজেট পেশ করেছেন।
অর্থমন্ত্রী এরই মধ্যে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ থেকে ৭ দশমিক ৩ শতাংশ নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন।